চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পরিবহনের সময় লিকেজের ঘটনা ঘটেছে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নম্বর গেট অভিমুখী একটি কাভার্ডভ্যান থেকে গ্যাস বের হতে দেখা যায়। এতে আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে কাভার্ডভ্যানটির পেছনের দরজা খুলে দেখা যায়, ভেতরে বেশকিছু গ্যাস সিলিন্ডার রয়েছে। তবে এগুলোর সংখ্যা কত হতে পারে তা নিশ্চিত করা যায়নি।
Advertisement
ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, গাড়ির চালক ও সহকারী পলাতক থাকায় এখন পর্যন্ত সিলিন্ডারগুলোর উৎস ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে সিলিন্ডার অপসারণের কাজ করছি। পুরো বিষয়টি আমাদের ট্রাফিক বিভাগ দেখছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
চট্টগ্রামের বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, এভাবে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা কখনই এ ধরনের অনুমতি দেই না। এটি সম্পূর্ণ অবৈধ।
রফিক হায়দার/ইএ/জিকেএস
Advertisement