বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারও উসকানিতে পা দেবে না।
Advertisement
রোববার (১৩ জুলাই) সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উসকানি দিয়ে আমাদের উসকাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারও উসকানিতে পা দেবে না।’
তিনি আরও বলেন, ‘মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠন তো সম্পৃক্ত নয়। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সঙ্গে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।’
Advertisement
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।
আহমেদ জামিল/এসআর/জেআইএম