দেশজুড়ে

খুলনার সাবেক মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে মামলার আবেদন

খুলনার সাবেক মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে মামলার আবেদন

খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ ২৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে মামলার আবেদন করেছেন সাজিদুল ইসলাম বাপ্পি একজন। সাজিদুল ইসলাম বাপ্পি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার আন্দোলনকারীদের মধ্যে অন্যতম।

Advertisement

সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর বরাবর অভিযোগ দায়ের করে মামলার জন্য আবেদন করেন ভুক্তভোগী। মঙ্গলবার (২৪ জুন) অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ জুয়েল, এস এম কামাল, বেগম মন্নুজান সুফিয়ান, সালাম মোর্শেদী, বাবু নারায়ণচন্দ্র চন্দ, শেখ হেলাল, আক্তারুজ্জামান বাবু, রাশীদুজ্জামান মোড়ল এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড সাইফুল ইসলাম, সভাপতি, শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, খুলনা মহানগর যুবলীগ সভাপতি শেখ শাহাজালাল সুজন, খুলনার সাবেক পুলিশ কমিশনার মোজাম্মেল হক, আর সি ফুডের মালিক ইকবাল বাহার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার সোনালি সেন, পুলিশের এডিসি গোপিনাথ কানজিলাল, ডিবির নুরুজ্জামান, লবনচরা থানার সাবেক ওসি মনির, খুলনা সদর থানার এস আই হাসান, সোনাডাঙ্গা থানার এসআই সুমন মণ্ডল, সোনাডাঙ্গা থানার সাবেক ওসি মমতাজ, ছাত্রলীগ নেতা সাইফ, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের এডিডি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও আওয়ামী লীগ নেতা জগলুল কাদের।

এ বিষয়ে সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, পতন হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ মহল থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এবং সরকারি দল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর লেলিয়ে দেওয়া হয়। এর ফলে সারাদেশে ১৫০০ লোক নিহত এবং ২৫ হাজার ছাত্র-সাধারণ জনতা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। আমি ন্যায়বিচার পাওয়া আশায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি ন্যায় বিচার পাবো।

Advertisement

আরিফুর রহমান/আরএইচ/এএসএম