ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইসরায়েলি সরকার।
Advertisement
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।
তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।
ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।
Advertisement
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে, যদি ইসরায়েলও বন্ধ করে।
সূত্র: বিবিসি
এসএএইচ
Advertisement