বিনোদন

ক্যানসার আক্রান্ত দীপিকার নতুন সমস্যা

ক্যানসার আক্রান্ত দীপিকার নতুন সমস্যা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। বর্তমানে ক্যানসার চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ খবর আগেই সামনে এসেছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও শুরু হয়নি পুরোপুরি সুস্থতার পথচলা। এরইমধ্যে নতুন এক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে স্ত্রী দীপিকা ও তাদের সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা যায়। ভিডিওতে শোয়েব বলেন, ‘আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এখন পর্যন্ত ও মানসিকভাবে ভালো আছে, দৃঢ় আছে।’

তবে পরদিনই শোয়েব আরও একটি তথ্য দেন, যা অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তিনি জানান, ‘থেরাপির দ্বিতীয় দিন থেকে দীপিকার জিভে আলসার হতে শুরু করেছে। চিকিৎসকরা আগেই এই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছিলেন।’

এই পর্যায়ে ভিডিওতে দীপিকা নিজেও মুখ খোলেন। তিনি বলেন, ‘চিকিৎসক মাউথ আলসার নিয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন। বেশি করে পানি পান করতে বলেছেন, সেটা করছি। মানসিকভাবে আমি ইতিবাচক আছি। বিশ্বাস করি, আমি দ্রুত সুস্থ হয়ে উঠব।’

Advertisement

দীপিকা জানান, ক্যানসার কেবল তার শরীরকেই নয়, পুরো জীবনযাত্রাকেই পাল্টে দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর সবকিছু যেন বদলে গেছে। আগে কখনো বসে থাকতে পারতাম না, সারাক্ষণ কিছু না কিছু করতাম। আর এখন মনে হয় আমার কিছুই করার নেই। যদিও চিকিৎসকরা বলেছেন সক্রিয় থাকতে। তবুও মনে হয় শুধু বিশ্রাম নিলেই ভালো লাগবে।’

সততার সঙ্গে নিজের দুর্বলতা, মনোবল এবং সংগ্রামের কথা জানিয়ে দীপিকা কক্কর আবারও অনুপ্রেরণা হয়ে উঠেছেন অসংখ্য মানুষের জন্য। নতুন করে আক্রান্ত হওয়া এই পার্শ্বপ্রতিক্রিয়া তার চিকিৎসার পথ কিছুটা কঠিন করলেও দীপিকা দৃঢ় মনোবল নিয়ে লড়ছেন।

এলআইএ/জিকেএস

Advertisement