ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ইউক্রেনের পক্ষে থেকে জানানো হয়েছে, রাশিয়া এক রাতেই ৬২০টিরও বেশি ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তারা আরও প্যাট্রিয়ট বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলেও জানানো হয়েছে। খবর এএফপির।
Advertisement
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। এক শহর থেকে অন্য শহরে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আঘাত হানছে তারা।
মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক মাসে মস্কো বিমান হামলা জোরদার করেছে।জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে যে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলেও জানানো হয়।
Advertisement
জেলেনস্কি বলেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখ সারির অনেক দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমে অবস্থিত লভিভ শহরে ১২ জন আহত হয়েছেন। এছাড়া পূর্বের দিনিপ্রোপেত্রোভস্কে দুইজন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন।
স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে বেসামরিকদের বাড়িতে দুটি বোমা ফেলেছে। এতে দুজন নিহত হয়েছে।
টিটিএন
Advertisement