দেশে বৃষ্টিপাত কমে বেড়েছে ভ্যাপসা গরম। গতকাল রাজধানীতে রাতে ভারী বর্ষণ হলেও দিনভর ছিল ভ্যাপসা গরম। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
আজও দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে মেঘের কারণে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি। তাই ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম বেড়ে যায়।
রোববার (১৩ জুলাই) ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। অন্যদিকে জুলাই মাসে ঢাকার স্বাভাবিক গড় আর্দ্রতা ৮৩ শতাংশ।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তাপমাত্রা সহনীয় হলেও গরমটা ভ্যাপসা লাগছে। এই ধরনের আবহাওয়ায় শরীর ঘেমে যায় এবং অস্বস্তি তৈরি হয়। বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে। বিশেষ করে রাজধানীতে বাতাসের চলাচল কম থাকায় ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে।
Advertisement
তিনি বলেন, ভারী বৃষ্টি হলেই এই ভ্যাপসা ভাবটা কমে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। তবে ১৮ জুলাই থেকে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কয়রায়।
আরএএস/এমআরএম/এমএস