ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের এক মোটরবাইক চালক মারা গেছেন।
Advertisement
শনিবার (১২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফুলের চাচাতো ভাই হাসান আল আরিফ বলেন, তৃতীয় টার্মিনালের সামনের সড়ক দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কায় দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন আশরাফুল। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, আশরাফুল আলমের বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার কালমী গ্রামে। তার বাবার নাম মৃত মোকসেদ আলী।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/এমএস