তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে যেভাবে কাজ করবে গুগল পে

বাংলাদেশে যেভাবে কাজ করবে গুগল পে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংক যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।

Advertisement

কীভাবে কাজ করবে গুগল পে?

গুগল পে ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল থাকতে হবে। এরপর আপনাকে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে-১. অ্যাপটি ওপেন করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।২. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে।৩. এরপর পিন বা বায়োমেট্রিক সুরক্ষা সেট করুন।৪. সব ধাপ সম্পূর্ণ হলে এরপর টাকা পাঠাতে বা নিতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। ফোন নম্বর দিয়েও লেনদেন করা যাবে।

গুগল পের সুবিধা কী কী?

ঝামেলাহীন লেনদেন: টাকা পাঠাতে বা পেতে অর্থাৎ লেনদেন করতে ব্যাংকে যাওয়ার দরকার হবে না। এ ছাড়া খুচরা টাকা গুনেও সময় নষ্ট হয় না।

দ্রুত ট্রান্সফার: রিয়েল-টাইমে অর্থাৎ সাথে সাথেই মাত্র কয়েক সেকেন্ডেই টাকা লেনদেন করা যায়।

Advertisement

ইউটিলিটি বিল পেমেন্ট: খুব দ্রুত ও স্মার্টভাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট, মোবাইল রিচার্জ করা যায় গুগল পের মাধ্যমে।

ব্যবসার জন্য সুবিধা: ছোট বা বড় দোকানদার খুব সহজেই কিউআর কোড সেটআপ করে ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন। এতে সময়ও বাঁচবে। হিসাবে ভুল হওয়ার সম্ভবনাও কম থাকবে।

টাকা হারানোর ভয় নেই: অনেকেই পকেটে টাকা বহন করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন বা হারিয়ে ফেলেন। গুগল পে থাকলে টাকা হারানোর ভয় বা ছিনতাইয়ের ভয় আর থাকবে না।

ইনসেন্টিভ ও রিওয়ার্ড: অনেক সময় গুগল পে ব্যবহার করলে ক্যাশব্যাক পাওয়া যায়। সেইসঙ্গে পাওয়া যায় রিওয়ার্ড পয়েন্টও। যা দিয়ে পরে বিশেষ সুবিধা নিতে পারবেন।

Advertisement

এসইউ/জেআইএম