নিষেধাজ্ঞায় পড়তে পারেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক রিশাভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে আম্পায়ার পল রেইফেলের সঙ্গে বিতর্কে জড়িয়ে নিজেকে বিপদের মুখোমুখি দাঁড় করিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।
Advertisement
গতকাল রোববার ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে একটি চার মারেন ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। এরপর বলের কন্ডিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পান্ত এবং আম্পায়ারকে সেটি পরীক্ষা (পরিবর্তনের জন্য) করার অনুরোধ জানান। তবে রাইফেল বলের কন্ডিশনে অস্বাভাবিক কিছু দেখতে পাননি। তাই বল বদলের অনুরোধ প্রত্যাখ্যান করেন।
এরপর ক্ষুব্ধ বলটি মাটিতে ছুড়ে ফেলেন পান্ত। সেটি দেখে হেডিংলির দর্শকরা প্রবল দুয়ো ধ্বনি দিতে শুরু করেন।
ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের এই আচরণ আইসিসির আচরণবিধির দুটি ধারার লঙ্ঘনের মধ্যে পড়তে পারে। সম্ভাব্য লঙ্ঘনের রায় আসলে নিষিদ্ধও হতে পারেন পান্ত।
Advertisement
পান্তের প্রথম সম্ভাব্য অপরাধটি হতে পারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অশোভন উপায়ে অসন্তোষ প্রকাশ। দ্বিতীয়টি হতে পারে- ধারা ২.৯ এর লঙ্ঘন। যেখানে বলা হয়েছে, ক্রিকেট সরঞ্জাম (যেমন পানির বোতল) খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে নিক্ষেপ করা নিষিদ্ধ।
একই দিনে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেন পান্ত। প্রসিধ কৃষ্ণার বলে ইংলিশ ব্যাটার ওলি পোপকে তালুবন্দি করে টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে ১৫০তম ক্যাচ পূর্ণ করেন। বর্তমানে ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া উইকেটকিপারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পান্ত। তার আগে আছেন কেবল সৈয়দ কিরমানি (১৬০ ক্যাচ) ও মহেন্দ্র সিং ধোনি (২৫৬ ক্যাচ)।
এমএইচ/এমএস
Advertisement