ক্যাম্পাস

‘রাজাকার’ স্লোগানের বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘রাজাকার’ স্লোগানের বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে শহীদ মামুন হল থেকে মিছিলটি শুরু হয়ে টিবি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

Advertisement

শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্যের বর্ষপূর্তিতে আয়োজিত এ মিছিলে ‘রাজাকার রাজাকার’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা—‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’ সহ আরও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি হলগেটসংলগ্ন বটতলায় পৌঁছালে পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ায় তারা পিছু হটতে বাধ্য হন। এ সময় সাংবাদিকরা মিছিলের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মী একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত বছরের এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলেছিলেন। তারই প্রতিবাদে এবং ঘটনার এক বছর পূর্তিতে আজ আমরা এই প্রতীকী মিছিল করেছি। আমরা ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে সামনে এগিয়ে যাবো।

Advertisement

তারা আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীদের দমন করতে জামায়াত-শিবির ট্যাগ দেওয়া হতো। এখন একটি নতুন দল সেই একই কৌশলে রাজনীতি করছে। তারাও ব্যর্থ হবে, কারণ জনগণের শক্তির কাছে কখনো কেউ টিকতে পারেনি।

এএএইচ/এমএসএম