কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত 'রাজাকারের নাতি-পুতি' মন্তব্যের এক বছর পূর্তিতে প্রতীকী মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় মেয়েদের হলগুলো থেকেও মিছিল আসতে দেখা যায়।
Advertisement
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কোটা না মেধা, মেধা মেধাসহ নানা স্লোগান দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২০২৪ সালের এই দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতি বলে মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের চরমভাবে অপমানিত করে।
Advertisement
অন্য এক শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রীর সেই বক্তব্য আমাদের আত্মমর্যাদায় আঘাত করেছিল। সেই অপমান ভুলিনি। তাই আজকের দিনে আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।
২০২৪ সালের ১৪ জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে?- এই বক্তব্যে আন্দোলনকারীরা রাজাকার পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার অপমান বোধ করেন এবং রাতেই ঢাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু হয়।
সেদিন মধ্যরাতে হাজারো শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে তা ছড়িয়ে পড়ে সারাদেশে।
এফএআর/এমএসএম
Advertisement