ভোলার সাত উপজেলার ১৫ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন। সুরেশ্বরী দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিলে এ ঈদ উদযাপন করবেন।
Advertisement
তাদের প্রধান ও সবচেয়ে বড় জামাত হবে সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদে। এছাড়া একই গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় সকাল ৯টায় আরেকটি জামাত হবে।
মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, প্রতি বছরের মতো এ বছরও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ পড়াবেন মাওলানা. আনোয়ার হোসেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম
Advertisement