আইন-আদালত

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিনজনকে সাজা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিনজনকে সাজা

আইনজীবী তালিকাভূক্তির লিখিত পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৭৫ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

Advertisement

এছাড়া মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ১৭ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে নকলসহ অন্যান্য অসাদুপায় অবলম্বনকারীদের বহিষ্কার ও কয়েকজনকে সাজা দেন ম্যাজিস্ট্রেট।

Advertisement

এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশ নেন।

আরও পড়ুন

নির্বাচন নিয়ে নানা মত, বাড়ছে অনিশ্চয়তা-অসন্তোষ

গত ২৫ এপ্রিল তিন ধাপের পরীক্ষার প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৪০ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নেন। রাতেই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন মোট ১৩ হাজার ২৫৮ জন। উত্তীর্ণরা শনিবার (২৮ জুন) দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর শেষ ধাপে তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।

Advertisement

তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের অ্যানরোলমেন্ট কমিটি।

এফএইচ/এমকেআর