অর্থনীতি

চট্টগ্রামে বিএসটিআইয়ের নতুন ভবন বন্দরের গতি বাড়াবে

চট্টগ্রামে বিএসটিআইয়ের নতুন ভবন বন্দরের গতি বাড়াবে

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নতুন ১০ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। এতে চট্টগ্রামের আমদানিকৃত পণ্য পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে না। যেখানে আগের চেয়ে ২২৩টি বেশি পণ্যের মান যাচাই করা যাবে। এর ফলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়বে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

Advertisement

শনিবার (২৮ জুন) আগ্রাবাদ এলাকায় বিএসটিআই নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, বিএসটিআই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের গতিশীলতা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলাবিশিষ্ট ভবন উদ্বোধনের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানির ক্ষেত্রে গতিশীলতা বাড়বে।

তিনি বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রামে বিএসটিআইয়ের ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে বিএসটিআইয়ের সেবার জন্য চট্টগ্রামের মানুষকে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। এটি এ অঞ্চলের শিল্প-বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে এবং ভোক্তা সুরক্ষাকে আরও শক্তিশালী করবে।

Advertisement

এদিন দুপুরে কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফয়সাল আহমেদ শান্তর মা মোছা. কহিনুর আক্তার।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল চৌধুরী।

এতদিন চট্টগ্রাম বিএসটিআইয়ে ৯২টি পণ্যের মান পরীক্ষা করা যেতো। এখন ৩১৫টি পণ্যের মান পরীক্ষার সক্ষমতা তৈরি হলো।

এমডিআইএইচ/এমকেআর

Advertisement