মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে রয়েছেন:১. আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু২. যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম৩. যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান৪. যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক৫. যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভুইয়া৬. যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম৭. যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুম৮. যুগ্ম আহ্বায়ক শহীদুল আমীন খসরু৯. সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন১০. সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন১১. সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল১২. সদস্য বজলুর রহমান তুহিন১৩. সদস্য অধ্যাপিকা রায়হানা ফারুক১৪. সদস্য শুক্কুর মাহমুদ ববি১৫. সদস্য ডা. মোফাখখারুল ইসলাম রানা১৬. সদস্য আক্তারুজ্জামান বাচ্চু১৭. সদস্য আল ফাত্তাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান১৮. সদস্য জয়নাল আবেদীন১৯. সদস্য শহীদুল ইসলাম শহীদ২০. সদস্য মো. হাবিবুর রহমান খান রতন২১. সদস্য এ কে এম শামসের আলী২২. সদস্য করিম সরকার২৩. সদস্য হাতেম খান২৪. সদস্য ফজলুল হক২৫. সদস্য তোফাজ্জেল হোসেন২৬. সদস্য মুশফিকুর রহমান২৭. সদস্য আতাউর রহমান শামীম২৮. সদস্য মো. কামরুজ্জামান লেবু২৯. সদস্য মামুনুর রশীদ৩০. সদস্য হেলাল আহম্মেদ৩১. সদস্য মো. মনজুরুল ওয়াহেদ নিক্সন৩২. সদস্য অধ্যক্ষ মো. এখলাছুর রহমান জুয়েল৩৩. সদস্য সালাউদ্দিন আহম্মেদ৩৪. সদস্য আতাহারুল ইসলাম বুলবুল৩৫. সদস্য ইয়াহিয়া আহম্মেদ শাহীন৩৬. সদস্য আলাল ফকির৩৭. সদস্য আব্দুর রাজ্জাক৩৮. সদস্য সিদ্দিকুর রহমান তালুকদার৩৯. সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ৪০. সদস্য আবদুল করিম মাস্টার৪১. সদস্য মাসুদ তালুকদার৪২. সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু৪৩. সদস্য এ কে এম জাহাঙ্গীর হাসান
কেএইচ/এমএমএআর/জেআইএম
Advertisement