ঈদ উদযাপনে নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরছে মানুষ। ফলে ময়মনসিংহে সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন অসাধু বাসচালকরা। এতে যাত্রীরা ক্ষুব্ধ হলেও বাধ্য হয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সরেজমিনে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়সহ আশপাশের এলাকায় সড়কগুলোতে দেখা যায়, কোনো কোনো যাত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরীর বাইপাস মোড় থেকে অটোরিকশায় চড়ে পাটগুদাম ব্রিজ মোড়ে এসেছেন। আবার কেউ পাটগুদাম ব্রিজ মোড় থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় উঠছেন। ভাড়া বেশি দিয়ে চলাচল করছেন তারা।
যাত্রীরা জানান, বিভিন্ন বাসসহ সিএনজিচালিত অটোরিকশার চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। এ নিয়ে মাঝে মধ্যে চালকদের সঙ্গে ভাড়া নিয়ে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে। তবুও চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। চালকদের নির্ধারিত করা ভাড়া না দিলে যাত্রীদের নেওয়া হচ্ছে না।
পাটগুদাম ব্রিজ মোড়ে দাঁড়িয়ে ছিলেন যুবক জাহিদ হাসান। এসময় কথা হয় তার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমার বাসা নেত্রকোনার মোহনগঞ্জে। ভালুকায় মাস্টারবাড়ীতে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। মাস্টারবাড়ী থেকে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড়ের উদ্দেশ্যে বাসে উঠি। গাড়ির ভেতর দাঁড়িয়ে থেকে এসেছি। পাটগুদাম ব্রিজ মোড়ে না নামিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরবাসীর বাইপাস মোড়ে নামিয়ে দিয়েছেন চালক। তবুও ১৫০ টাকা ভাড়া দিতে হয়েছে। যারা সিটে বসে এসেছেন, তাদের কাছ থেকে ২৭০ টাকা ভাড়া আদায় করা হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, অন্যান্য সময় মাস্টারবাড়ী থেকে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত সিটে বসে এলেও বাসগুলো ভাড়া নেয় ৬০-৭০ টাকা। অথচ ঈদকে কেন্দ্র করে অসাধু চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।
গাজীপুরের চৌরাস্তা থেকে বাসের সিটে বসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরীর বাইপাস মোড় পর্যন্ত এসেছেন আবু নাঈম।
তিনি বলেন, অন্যান্য সময় গাজীপুরের চৌরাস্তা থেকে যে কোনো বাসে ময়মনসিংহে আসতে ১৮০-২৩০ টাকা লাগে। অথচ আজকে ৩৫০ টাকায় এসেছি। তবুও পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত না নিয়ে বাইপাস মোড়েই নামিয়ে দিয়েছে।
মিনি ট্রাকে চড়ে বাসায় ফিরছিলেন আবদুল হক নামের একজন মধ্যবয়সী যাত্রী। পাটগুদাম ব্রিজ মোড়ে গাড়ির চাকা একটু থামলে কথা হয় তার সঙ্গেও।
Advertisement
তিনি বলেন, বাসসহ সবগুলো গণপরিবহনের চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। তাই ঢাকা থেকে কম টাকায় মিনি ট্রাকে উঠে শেরপুরে গ্রামের বাড়ি যাচ্ছি।
বক্তব্য জানতে চাইলে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, বাড়তি ভাড়া আদায় করে যাত্রীদের ক্ষুব্ধ না করতে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান জাগো নিউজকে বলেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে সড়ক-মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত চলমান। বাড়তি ভাড়া আদায় করার অপরাধে এরই মধ্যে বিভিন্ন যানবাহনের চালকদের জরিমানা করা হয়েছে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস