দেশজুড়ে

গাড়ি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

গাড়ি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে ঈদ উপলক্ষে ঘরমুখো হাজারো যাত্রী।

Advertisement

মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর বাইপাসে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে এই যানজটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রামমুখী লেনে গাড়ি চলাচল করছে।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, সকালে ভাটিয়ারিতে একটি দুর্ঘটনার পর এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। তবে ভুক্তভোগী চালক ও যাত্রীরা বলছেন, সড়কে পুলিশের পর্যাপ্ত নজরদারির অভাবেই পরিস্থিতির এমন অবনতি ঘটেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাকের পেছনে পরপর দুটি গাড়ি ধাক্কা দিলে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে এর আগেই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

Advertisement

সরেজমিনে দেখা যায়, ভাটিয়ারী পোর্টলিংক, শীতলপুরের বিএম কন্টেইনার ডিপো, বাঁশবাড়িয়া, কুমিরার কেডিএস ডিপোসহ আশপাশের এলাকায় গাড়ির দীর্ঘ সারি আটকে আছে।

চট্টগ্রামমুখী একটি বাসের চালক জয়নাল আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ তিন ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।

চট্টগ্রাম শহর থেকে মিরসরাইগামী যাত্রী নাজিম উদ্দিন বলেন, সকাল থেকে একই জায়গায় বসে আছি। যানজট কবে ছাড়বে, বুঝতে পারছি না। ঈদের আগে এমন দুর্ভোগের মধ্যে পড়বো ভাবিনি।

এদিকে মহাসড়কে যানজটের ফলে শুধু যাত্রী নয়, পণ্যবাহী যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা লজিস্টিক খাতে বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Advertisement

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে মস্তাননগর বিশ্বরোড় এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। সেটি সরানোর জন্য দ্রুত কাজ চলছে। এক লেনে গাড়ি চলাচল করছে, আশা করছি তেমন সমস্যা হবে না।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম