দেশজুড়ে

কাভার্ডভ্যানে গরুবাহী ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

কাভার্ডভ্যানে গরুবাহী ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় বিল্লাল মন্ডল (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) গভীর রাতে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত বিল্লাল মন্ডল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মন্ডলের ছেলে। তিনি ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এই ঘটনায় ট্রাকের আরও ২ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের বন্দরখোলা এলাকায় সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা লাগে গরুবাহী ট্রাকের। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিল্লাল নামের ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম