চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর-মর্তুজাপুর সড়কের ফাঁকা মাঠে ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শফি উদ্দিন (৫৫) ও তার ছেলে জিয়ারুল ইসলামকে (২২) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
Advertisement
বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দশমাইল বাজার থেকে কাপড় বিক্রি শেষে ভ্যানে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। শিবপুর-মর্তুজাপুর সড়কে বাঁশ দিয়ে তৈরি ব্যারিকেডে ভ্যানটি উল্টে গেলে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। জিয়ারুলকে কুপিয়ে এবং শফি উদ্দিনকে পিটিয়ে তারা গুরুতর জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জিয়ারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনশেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ সড়ক দুর্ঘটনায় আহত যুবশক্তির আহ্বায়ক তারিকুলচুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল কাদের বলেন, জিয়ারুলের বাঁ হাতে গভীর কোপের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
Advertisement
আহত শফি উদ্দিন বলেন, হঠাৎ করেই আমাদের ভ্যান থামিয়ে ডাকাতরা হামলা করে। আমার ছেলেকে কোপায়, আমাকেও পিটিয়ে সব টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা ভেবেছিলাম। এখন বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুসাইন মালিক/কেএসআর