২০১৩ সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালান। ওইসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এ ঘটনায় সাবেক মন্ত্রী দীপুমনিসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়েছে।
Advertisement
বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে মামলাটি করেন নিহত তাজুল ইসলামের বড় ভাই ফারুকুল ইসলাম।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন।
নিহত ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বাদী ফারুকুল ইসলাম সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে।
Advertisement
মামলায় এজহারনামীয় ১৪০ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৩৫০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী ফারুকল ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা এবং বিবাদী পক্ষ নানা হুমকি-ধমকি দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা করেছি। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবো।
শরীফুল ইসলাম/এসআর/জিকেএস
Advertisement