গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকার রাফা গভর্নরেটে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।
Advertisement
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওই গোষ্ঠীর ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে।
এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসার পর তিনি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানালেন।
গত ২৭ মের পর জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েল।
Advertisement
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় তাদের তিন সেনা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।
টিটিএন