রাজনীতি

জুলাইয়ের মধ্যে সংস্কার এবং ডিসেম্বর-এপ্রিলে নির্বাচন চায় জামায়াত

জুলাইয়ের মধ্যে সংস্কার এবং ডিসেম্বর-এপ্রিলে নির্বাচন চায় জামায়াত

জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি। জুলাইয়ের মধ্যে সংস্কার শেষ করতে হবে। বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে।

Advertisement

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, যেসব বিষয়ে মৌলিক কিন্তু একমত হচ্ছে না তাও আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে। একেবারে একমত না হলে কি করা যাবে তা নিয়ে আলোচনা করবো।

জুলাইয়ের মধ্যে রিফর্ম হবে। তারপর একটি জুলাই সনদ হবে তাতে আমরা সব দল নীতিগত একমত এই চার্টারে আমরা সই করবো।

Advertisement

তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। ড. ইউনূসের ওপর আস্থা আমরা পুনর্ব্যক্ত করেছি। একটা সফল নির্বাচন হোক তাই চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে ৩টি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন। কিছু রাজনৈতিক দক ডিসেম্বর চেয়েছে। আমাদের থেকে আমরা বলেছি মে এবং জুন মাসে নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়।

সে অনুযায়ী প্রধান উপদেষ্টার কমিটমেন্ট রাখতে গেলে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া যায়। আমরা বলেছি এর মধ্যে একটা তারিখ ঘোষণা করা হোক। আমরা কোনো তারিখ বলতে চাই না। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটা তারিখ দিলে জনমনে যে শঙ্কা এবং অস্বস্তি আছে তা ঠিক হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা নিয়ে মনোযোগী হবে।

দেশের বাইরে ১ কোটি ১০ লাখ প্রবাসী আছেন। যারা রেমিট্যান্স দিয়ে এ দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাদেরকে ভোটে যুক্ত করতে হবে। এজন্য যে কর্মযজ্ঞ শুরু হয়ে যাওয়া উচিত। তা নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিতে দেখছি না। এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা প্রহসনমূলক নির্বাচন চাই না। তাই প্রত্যেক জায়গায় স্বচ্ছতা যাতে তৈরি হয়। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনিক জায়গাগুলো ঠিক করতে হবে। আগে থেকে কাজ করে উৎসবমুখর নির্বাচন চাই। এই বিষয়গুলো নির্বাচনের অনেক আগেই ঠিক করতে হবে।

Advertisement

ডিসেম্বরে নির্বাচন হলে আপত্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রস্তুতি নিয়ে সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রবাসীদের ভোটের বিষয় ঠিক করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময়ে নির্বাচন দিলেই আমাদের জন্য ওকে।

এএএম/এমআইএইচএস/এমএস