খেলাধুলা

গিল ২৬৯, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানপাহাড়

গিল ২৬৯, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানপাহাড়

শুভমান গিল ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন। শুধু তাই নয়, খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসও।

Advertisement

এর আগে টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৭ রানের। এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন। সুযোগ ছিল ট্রিপল করারও। পারলেন না গিল। থামলেন ২৬৯ রানে।

৩৮৭ বলের ম্যারাথন ইনিংসে ৩০টি বাউন্ডারি হাঁকিয়েছেন গিল। আছে ৩টি ছক্কার মারও।

গিল ছাড়া বাকি ব্যাটাররা কেউ সেঞ্চুরি পাননি। সম্ভাবনা তৈরি করেও জসশ্বী জয়সওয়াল ৮৭ আর রবীন্দ্র জাদেজা খেলেন ৮৯ রানে সাজঘরের পথ ধরেন।

Advertisement

তারপরও বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। ১৫১ ওভারে ৫৮৭ রানে অলআউট হয়েছে গিলের দল।

এমএমআর