নারায়ণগঞ্জে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। সেই সঙ্গে জেলার তিনটি উপজেলার সমন্বয় কমিটি করেছে দলটি।
Advertisement
সোমবার (২ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
জেলা কমিটিতে আব্দুল্লাহ আল আমিনকে প্রধান সমন্বয়কারী ও আহমেদুর রহমান তনুকে যুগ্ম সমন্বয়কারী রেখে ৩১ সদস্যের কমিটি করা হয়।
কমিটির সদস্যরা হলেন জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম (তানজিম), জাবেদ আলম, আব্দুর রহমান গাফফারি, সোনিয়া আক্তার (লুবনা), আমিনুল ইসলাম, মোস্তফা খন্দকার, রিনা আক্তার, সোহেল খান সিদ্দিক, সাকিব চৌধুরী, তৌফিকুল ইসলাম, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ জাহিদ, রাইসুল ইসলাম, ফারদিন শেখ, ইমাদুদ্দিন, মতিউর রহমান, তরিকুল ইসলাম, সবুজ, হাবিবুর রহমান মোল্লা, রাফসান জনি বোখারী, জুনায়েদ হোসেন প্রিতম, মিজানুর রহমান, রাহুল চৌধুরী, রাজেন্দ্র কুমার দাস, ইউসুফ হোসাইন, শাকিল সাইফুল্লাহ, আবুল খায়ের ও আশিকুর রহমান চৌধুরী অভি।
Advertisement
কমিটি গঠনের বিষয়ে জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জে এনসিপিকে গুছিয়ে তোলার লক্ষ্যে এই কমিটি করা হয়েছে। এনসিপি বেশ কয়েকমাস আগে গঠিত হলেও স্থানীয় পর্যায়ের সংগঠকরা নিজ পরিচয়ে কাজের জন্য মুখিয়ে ছিলেন। আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ হওয়ায় কাজের মান এবং গতি বাড়বে।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস