২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকার ব্যাংকখাত থেকে এক লাখ ৪ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা চলতি (২০২৪-২৫) অর্থবছরের ৯৯ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।
Advertisement
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার রাজনৈতিক সরকার ও জাতীয় সংসদ কার্যকর না থাকায় সংসদে বাজেট উপস্থান করা হচ্ছে না। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণের মাধ্যমে ২ লাখ ২১ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির ৪৭ শতাংশ পূরণ করা হবে, যা চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেটে এ হার ছিল ৪৪ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ১২ মে পর্যন্ত ব্যাংকখাত থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৬৮ শতাংশ।
Advertisement
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি (২০২৪-২৫) অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
ইএআর/এমএএইচ/এএসএম