জাতীয়

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামের চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় নিখিল পাল (৪৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাইন্যাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিখিল পাল চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পালপাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাস নিখিল পালকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ শাহরিয়ার মিশু বলেন, নিখিল পালকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই ঘাতক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।

Advertisement

এমডিআইএইচ/এমআইএইচএস