জাতীয়

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘনিষ্ঠ কবি ছিলেন: শিক্ষা উপদেষ্টা

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘনিষ্ঠ কবি ছিলেন: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন। জীবনঘ‌নিষ্ঠ ব‌লেই তারা মানু‌ষের কল্যাণ ও মনুষ্যত্বের বিকা‌শের কথা ব‌লে‌ছেন।

Advertisement

৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ‘দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ’ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, সি আর আবরার বলেন, বর্তমা‌নে আম‌রা দৈ‌শিক ও‌ বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তির দি‌কে তাকা‌লে দেখ‌বো মানুষ হি‌সে‌বে আমা‌দের যে কর্তব্য তা পাল‌নে আমরা উদাসীন, নি‌ষ্ক্রিয়। একজ‌নের প্রতি অন্যজ‌নের মান‌বিক সহানুভূ‌তি, সহম‌র্মিতা আজ বিলুপ্ত প্রায়। নি‌জের ক্ষুদ্র স্বা‌র্থে অপর‌কে নির্যা‌তিত ও নিপী‌ড়িত কর‌তে আমরা কুণ্ঠা বোধ ক‌রি না, দ্বিধা‌ন্বিত হই না।

Advertisement

তিনি আরও বলেন, বি‌শ্বের চা‌রদি‌কে আজ রণদামামা বে‌জে উঠে‌ছে। এর ফ‌লে লাঞ্ছিত হ‌চ্ছে মানুষ বিপন্ন হচ্ছে মানবতা। এই নৈরাজ্য ও অমান‌বিক প‌রি‌বে‌শের বিরু‌দ্ধেই নজরুল বিদ্রোহী কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ চরম বিদ্রোহী ম‌ধ্যেও মানু‌ষের কল্যাণ‌বো‌ধের প্রতি আস্থা হারা‌তে চান‌নি; ব‌লে‌ছি‌লেন, ‘মানু‌ষের ওপর বিশ্বাস হারা‌নো পাপ’।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল এই ভয়াবহ পৃ‌থিবী‌তে জীবনের জয়গান গাইবার অনু‌প্রেরণা দি‌য়ে‌ছেন আমা‌দের। এইজন্যই এই দুই ক‌বি আমা‌দের জন্য প্রাস‌ঙ্গিক। তাঁদের রচনার মান‌বিক আবেদ‌নে উদ্বুদ্ধ হওয়ার জন্য তাদের পাঠ-অধ্যয়ন আমা‌দের জন্য আব‌শ্যিক।

এমইউ/এমআইএইচএস

Advertisement