দেশজুড়ে

মাগুরায় ছাত্রদলে পদবঞ্চিতদের মশাল মিছিল

মাগুরায় ছাত্রদলে পদবঞ্চিতদের মশাল মিছিল

মাগুরার মহম্মদপুরে পকেট কমিটি গঠনের অভিযোগে মশাল মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিতদের একাংশ। রোববার (১ জুন) দিনগত রাত ১১টার দিকে ডাকবাংলো সড়কে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে শতাধিক নেতাকর্মী।

Advertisement

এসময় মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. শাকিল সরদার বলেন, ‘যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন তারাই আজ পদবঞ্চিত। এভাবে দল পরিচালনা চললে ছাত্রদলের ভবিষ্যৎ অন্ধকার।’

এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জিকিউ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কাজী সালেমুল হক কামাল।

তিনি বলেন, ‘যারা বিগত ১৬ বছর নিপীড়ন সহ্য করেছেন, আত্মগোপনে ছিলেন তাদের মূল্যায়ন করা উচিত। যারা হঠাৎ এসে বিএনপির ছায়ায় জায়গা নিতে চান, তারা বিশ্বাসঘাতক। সময় এসেছে তাদের মুখোশ উন্মোচনের।’

Advertisement

অভিযোগ উঠেছে মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন কলেজে নবগঠিত ছাত্রদলকমিটিতে বিবাহিত ও অযোগ্যদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।

আরএইচ/এএসএম