বিশ্বজুড়ে জেমস বন্ড চরিত্রে সমাদৃত ড্যানিয়েল ক্রেইগ। তিনি আবারও ফিরছেন নতুন সিনেমায়। বেনোয়া ব্লাঙ্ক হয়ে আবারও পর্দা কাঁপাবেন এই অভিনেতা। সঙ্গে থাকবে নতুন রহস্য, নতুন মৃত্যু। ‘নাইভস আউট’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়াক আপ ডেড ম্যান : অ্যা নাইভস আউট মিস্ট্রি’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে।
Advertisement
নেটফ্লিক্স নিশ্চিত করেছে, সিনেমাটি আসছে ১২ ডিসেম্বর ক্রিসমাসের আগ মুহূর্তে দর্শকদের সামনে আসবে।
নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে প্রথমবারের মতো প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক। সেখানে উঠে এল নতুন কাস্টের ঝলক। ভক্তরা আগে থেকেই সন্দেহ করছিলেন ১২ ডিসেম্বরকেই বেছে নেয়া হবে ছবিটির জন্য। এবার তা অফিসিয়ালি নিশ্চিত হলো।
রহস্যে মোড়ানো নতুন ট্রেলারে দেখা যাচ্ছে, এবারের বেশিরভাগ ঘটনা ঘটছে একটি গির্জা ও তার আশপাশে। ফিরছেন বেনোয়া ব্লাঙ্ক চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ। তিনি দর্শকদের জানান, এবারের অপরাধটা প্রায় অসম্ভব। এবার যে রহস্যের মুখোমুখি হচ্ছেন তিনি সেটি তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস হতে যাচ্ছে।
Advertisement
ছবিতে অভিনয়শিল্পীদের তালিকাটিও রীতিমতো চমকপ্রদ। এবার আছেন জশ ও’কনর, জেরেমি রেনার, কেইলি স্পেনি, গ্লেন ক্লোজ, অ্যান্ড্রু স্কট, কেরি ওয়াশিংটন, থমাস হেইডেন চার্চ, মিলা কুনিস, ড্যারিল ম্যাককরম্যাক ও জশ ব্রোলিন।
পরিচালক রায়ান জনসন পরিচালিত সিনেমাটির গল্পের বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, এটি হতে যাচ্ছে বেনোয়া ব্লাঙ্কের সবচেয়ে বিপজ্জনক তদন্ত অভিযান। সিনেমার শিরোনামই ইঙ্গিত দিচ্ছে এবারের গল্পে মৃত্যু শুধুই মৃত্যু নয় বরং অনেক গভীর ও গা ছমছমে কিছু লুকিয়ে আছে এর পেছনে।
রায়ান জনসন বলেন, ‘আমি হুডানিট ঘরানার প্রতিটা দিক ভালোবাসি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই ঘরানার নমনীয়তা। এটা দিয়ে প্রতিবার নতুন কিছু দেখানো যায়।’
এলআইএ/এএসএম
Advertisement