নদীর পানি হাওরে প্রবেশ করায় ধীরগতিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, রক্তি, যাদুকাটাসহ বিভিন্ন নদ-নদীর পানি। তবে এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
Advertisement
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২৫ মিলিমিটার। ফলে শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি ৬ দশমিক ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৯৪ সেন্টার নিচে।
এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী ৪৮ ঘণ্টায় উজানে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও জেলার হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় নদ-নদীর পানিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।
লিপসন আহমেদ/জেডএইচ/এএসএম
Advertisement