দেশজুড়ে

মুহুরী নদীর পানিতে প্লাবিত ফুলগাজী বাজার

মুহুরী নদীর পানিতে প্লাবিত ফুলগাজী বাজার

বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। রোববার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী পুরাতন পশুর হাট সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে।

Advertisement

ফুলগাজী বাজারের ব্যবসায়ীরা জানান, ফুলগাজী বাজারে ফ্লাডওয়াল, স্লুইসগেইট ও পানি নিষ্কাশনের ড্রেনেজ নির্মাণ সঠিকভাবে না করায় প্রতি বছরের ন্যায় এবারও মুহুরী নদীর পানি ফুলগাজী বাজারে ঢুকে পড়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাজারের প্রধান সড়কে পানি ওঠে। এসময় কয়েকটি দোকানে পানি ঢুকে পড়ে মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়।

তারা জানান, প্রতি বছরই সামান্য বৃষ্টি অথবা মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেই ফুলগাজী বাজার ডুবে যায়। লোকসানে পড়েন ব্যবসায়ী ও আশপাশের লোকজন। কিন্তু পানি নেমে যাওয়ার পর এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যার কারণে মুহুরী নদীর পানি দেখলেই আতঙ্ক শুরু হয় ফুলগাজীর ব্যবসায়ীদের মাঝে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের স্লুইসগেট, ফ্লাডওয়াল ও ড্রেনেজ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার কারসাজিতে প্রতি বছর পাহাড়ি ঢলে পানিতে ফুলগাজী সদর বাজার তলিয়ে যায়।

Advertisement

ফুলগাজী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্যসচিব মো. এনামুল হক জানান, তিনি এই বাজারে প্রায় বিশ বছর ধরে ব্যবসা করছেন। বাজারের পূর্বের গরু বাজার এলাকা স্থানটি নিচু হওয়ার কারণে মুহুরী নদীতে পানি বেড়ে গেলে বাজারের পানি নিষ্কাশনের যে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে সেখান দিয়ে বাজারে পানি ঢুকে পড়ে। অটো স্লুইসগেটের মুখটি নদীর দিকে না দিয়ে বাজারের দিকে দিলে পানি উঠার সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে যেত, তাহলে বাজারটি এভাবে পানিতে ডুবতো না।

সহিদুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার পর উপজেলার বিভিন্ন স্থানে ২৫টি বাঁধ নামমাত্র সংস্কার হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়েছে। এভাবে পানি বাড়লে আবারও বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হবে। আমাদের দুঃখ কোনো সময়েই কাটেনি।

শাহজাহান নামে আরেক ব্যবসায়ী বলেন, গত বছরের বন্যায় যে ক্ষতি হয়েছে তা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার আগেই আবার আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কিছু মানুষের দায়সারা কাজের জন্য এখানকার বাঁধের ভাঙন প্রতিবছর নিয়মে পরিণত হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে পরশুরামের বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৮টি স্থানে ফাটল দেখা দিয়েছে।

Advertisement

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করছে। এরই মধ্যে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়কে পানি উঠেছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়েছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সকাল থেকে নিয়মিত পানি বাড়ছে। এরই মধ্যে জেলার পরশুরাম উপজেলায় ২১টি ও ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর জনপদ। ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। পানিবন্দি ছিলেন ১০ লাখের বেশি মানুষ।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম