শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Advertisement
রোববার (১ জুন) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩১ মে) উপজেলার সীমান্তবর্তী পানিহাটা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে মামলায় দিয়ে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতাররা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্লার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস)। কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্লার ছেলে রানা মোল্লা (২৬), তার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫)। খুলনার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি (৪৮) এবং ফজর মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫)।
পুলিশ জানায়, শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল পানিহাটা সীমান্তের ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর ঘুরাঘুরি করতে দেখে জিজ্ঞস করলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে।
Advertisement
এক পর্যায়ে তারা জানায়, কাজের সন্ধানে কয়েকবছর আগে পাসপোর্ট ছাড়াই ভারতে যায়। সেখানে বসবাস করাটা নিরাপদ না জেনে কাজ শেষে পুনরায় ফিরে আসেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে শনিবার একটি মামলা করেছে বিজিবি। রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
উমর ফারুক সেলিম/এএইচ/জিকেএস
Advertisement