ভারতের সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে মাঙ্গন জেলার নির্মাণাধীন সাংকালাং সেতুর একটি অংশ তিস্তা নদীতে প্রবল স্রোতে ভেসে গেছে। রোববার (১ জুন) ভারী বৃষ্টিপাতে নদীর পানি বাড়লে এই ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ এই সেতুটি জোংজু, চুংথাং, লাচুং ও লাচেনকে সিকিমের অন্যান্য অঞ্চলকে সড়কপথে সংযুক্ত করেছিল।
Advertisement
সেতুটি ধসে পড়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানির স্তর দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে গত শনিবার (৩১ মে) রেড অ্যালার্ট জারি করে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
The water level in Teesta River rose significantly on June 1 due to heavy & continuous downpour in Sikkim. The river washed away a portion of the under-construction Sankalang Bridge amid the heavy rainfall#TeestaRiver #Sikkim #Assam #HeavyRain #Rain #SankalangBridge… pic.twitter.com/BeyIAgiLsO
— CNBC-TV18 (@CNBCTV18News) June 1, 2025প্রতিষ্ঠানটি সতর্ক করে বলে, বৃষ্টিপাত ও নদীতে পানিবৃদ্ধির ফলে সিকিমের মাঙ্গান, গ্যালশিং, সোরেং, গ্যাংটক ও পাকইয়ং জেলায় বন্যা ও ভূমিধস হতে পারে। রোববার (১ জুন) এসব জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
Advertisement
সাংকালাং সেতুর ধ্বংসের পাশাপাশি মাঙ্গন জেলার অন্যান্য স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ফিদাং গ্রামের বাসিন্দারা নদীর তীব্র স্রোতের কারণে বিপদে পড়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) মাঙ্গন জেলায় চুবোম্বু এলাকায় ১১ জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়।
সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। এদিকে সিকিমের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পর্যটক আটকা পড়েছেন, যার মধ্যে লাচুংয়ে ১ হাজার ৩৫০ এবং লাচেনে ১১৫ জন। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। আইএমডির সতর্ক বার্তায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও নদীর তীর থেকে দূরে থাকতে বলা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএএইচ
Advertisement