চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। রোববার (১ জুন) জেলা সদর হাসপাতালে নতুন করে ১৩ জন ভর্তি হয়েছেন।
Advertisement
সরেজমিনে হাসপাতালে দেখা যায়, ২০ বেডের ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৩ রোগী। এদের বেশিরভাগ বারান্দা ও করিডোরের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা মিললেও নানা ভোগান্তিতে রয়েছেন তারা।
উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের সবিরন বেগম চারদিন চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘হালকা জ্বরের সঙ্গে ডায়রিয়া শুরু হয়। তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এ গ্রামের ১৫ জনের বেশি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
শহরের বারোঘরিয়া গ্রামের শফিকুল ইসলাম দেড় বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু বেড না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে তাকে। চিকিৎসক-নার্সরা সেবা দিয়ে যাচ্ছেন।
Advertisement
পলশা গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘গ্রামে পানি সংকট। কিছুদিন ধর বিভিন্নভাবে পানি সংগ্রহ করে খেয়ে আসছি। এমনকি লাইনের পানিও খেতে হয়। আগে সমস্যা হয়নি। তবে কিছুদিন প্রায় বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ বলেন, ‘প্রতিদিন ৩০ এর বেশি ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তবে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত কোনো মানুষ মারা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে এসব হতে পারে। তাদের চিকিৎসায় আমরা প্রস্তুত রয়েছি।’
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস
Advertisement