জাতীয়

সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে সতর্ক করলো আইন মন্ত্রণালয়

সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে সতর্ক করলো আইন মন্ত্রণালয়

রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে অসাধু ব্যক্তিদের প্রলোভন বা প্রতারণার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়।

আরও পড়ুনদেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে, চুক্তি সইমবের নামে নাশকতার সুযোগ নেই এখন: সারজিসকে সেনা কর্মকর্তা

উল্লেখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরএমএম/কেএসআর/জেআইএম

Advertisement