কমবেশি সবারই বাইকের শখ আছে। বাজারে নতুন মডেলের বাইক আসলে সেটি কেনার জন্য উন্মুখ হয়ে থাকেন বাইকপ্রেমীরা। তবে আপনি যদি প্রথমবার বাইক কেনেন তাহলে আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
Advertisement
কোন মডেল কিনবেন সেটা নির্বাচন করা সবচেয়ে জরুরি। কেনার সময় আরও বেশ কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এসব বিষয় এড়িয়ে গেলে ঠকে যেতে পারেন যে কোনো সময়। আসুন নতুন বাইকের ক্ষেত্রে কোন মডেল আপনার জন্য উপযুক্ত হবে জেনে নেওয়া যাক-
নতুন রাইডারদের জন্যআপনি একেবারে নতুন রাইডার হলে ইয়ামাহা এমটি-১৫ ভালো পছন্দ হতে পারে। বেশ কিছু সময় ধরে বাজারে রয়েছে ইয়ামাহা এমটি-১৫। ১৫০ সিসি ক্লাসে এটা সবচেয়ে শক্তিশালী বাইক। কিন্তু নতুন রাইডারদের জন্যও আদর্শ এটি। এতে রয়েছে নানা ফিচার। এর মধ্যে অন্যতম হলো এলইডি লাইটিং, আপসাইড-ডাউন ফর্কস, এলসিডি ডিসপ্লে, ড্যুয়াল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাপ-কানেক্টেড ফিচার। এমটি-১৫ বাইকটি একটি ১৫৫ সিসি লিক্যুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা ১৮.১৪ বিএইচপি এবং ১৪.১ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
রেসিংয়ের জন্যরেসিংয়ের জন্য জনপ্রিয় টিভিএস। কমিউটার সেগমেন্টের বাইক টিভিএস রাইডার ১২৫। তবে এতে রয়েছে একটা স্পোর্টি ক্যারেক্টার। রাইডার ১২৫-এ রয়েছে এলইডি হেডলাইট ও ডিআরএল, এলইডি টেললাইট, ৫ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রাইডিং মডেল এবং স্টার্ট/স্টপ সিস্টেমের মতো ফিচার। এতে রয়েছে ইউএসবি চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন-সহ টিভিএস স্মার্ট কানেক্ট সিস্টেম। এই সেগমেন্টে এই বাইকটি প্রিমিয়াম অনুভূতি দেয়। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। নতুন রাইডারদের জন্য একেবারে আদর্শ এটি।
Advertisement
নতুনদের জন্যনতুন রাইডারদের জন্য আরেকটি মডেল হতে পারে টিভিএস অ্যাপাচে আরটিআর ১৬০ ৪ভি বাইকে রয়েছে আপসাইড-ডাউন ফর্কস ও ড্যুয়াল চ্যানেল এবিএস, এলইডি হেডলাইট ও টেললাইট, অ্যাপ-কানেক্টেড ফিচার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো ফিচার। এতে রয়েছে একটি ১৫৯.৭ সিসি-র ইঞ্জিন এবং এটি ১৬.২ বিএইচপি ও ১৪.৮ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স।
আরও পড়ুনবাইক কিনেই কেন সার্ভিসিং করানো জরুরিযখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবেকেএসকে/জেআইএম