গরমে শখের বাইকের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। তা নাহলে বাইকের নানান সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত গরমে বাইকের ইঞ্জিন, টায়ার, ব্রেকিং সিস্টেম এবং ব্যাটারির ক্ষতি হয় সবচেয়ে বেশি।
Advertisement
বাইক যাতে খুব ভালোভাবে চলে, তার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এখানে সে রকমই ৮টি বিষয় নিয়ে আলোচনা করা হল। এগুলো মেনে চললে, গরমকালে আর বাইক নিয়ে অসুবিধায় পড়তে হবে না।
গরমে ইঞ্জিন অতি দ্রুত গরম হয়ে যায়। যে কোনো সময় বড় ক্ষতির সম্ভাবনা থাকে। এই কারণে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর ইঞ্জিন অয়েল যদি পুরনো হয়ে যায়, তাহলে সময়মতো বদলে ফেলতে হবে। ওভারহিটিংয়ের সমস্যা থেকে বাঁচার এটাই সবচেয়ে ভাল উপায়।
অতিরিক্ত তাপে টায়ারের ভেতরের বাতাস প্রসারিত হয়। এ থেকে পাংচার বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। টায়ারের প্রেসার যেন ঠিক থাকে তা দেখতে হবে। বাইক নির্মাণ সংস্থার ম্যানুয়ালেই এই বিষয়ে লেখা থাকে। এই সময় নিয়মিত বাতাসের চাপ পরীক্ষা করানো উচিত।
Advertisement
গরমে ব্রেকিং সিস্টেমও উত্তপ্ত হয়ে ওঠে। যার প্রভাব পড়ে কার্যক্ষমতায়। তাই নিয়মিত ব্রেক পরীক্ষা করা উচিত। প্রয়োজনে ব্রেক ফ্লুইড পরিবর্তন করতে হবে। পাশাপাশি বাইকের চেন পরিস্কার করে লুব্রিকেট করার পরামর্শও দেওয়া হয়। যাতে বাধাহীন এবং মসৃণভাবে কাজ করতে পারে।
দীর্ঘক্ষণ চড়া রোদে বাইক দাঁড় করিয়ে রাখলে সিট ও ফুয়েল ট্যাঙ্কও গরম হয়ে যায়। এই পরিস্থিতিতে পেট্রোল দ্রুত বাষ্পীভূত হয়ে যেতে পারে। তখন মাইলেজ কমে যাবে। তাই ছায়া রয়েছে এমন জায়গাতেই বাইক পার্ক করা উচিত। প্রয়োজনে কভার দিয়ে রাখতে হবে।
আরও পড়ুন এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইক বাইক কিনেই কেন সার্ভিসিং করানো জরুরিসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম
Advertisement