জাতীয়

ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানী ঢাকার ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।

Advertisement

গ্রেফতাররা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।

রোববার (১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সামনে থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

আরও পড়ুন শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল  পোশাক বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল 

উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, শনিবার দুপুরে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করতে সমবেত হলে ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। তবে এসময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তালেবুর রহমান।

কেআর/কেএসআর/জিকেএস

Advertisement