যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিকভাবে স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক দ্বিগুণ করার ঘোষণায় ‘গভীর দুঃখ প্রকাশ’ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ।
Advertisement
শুক্রবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে এক সমাবেশে ট্রাম্প ঘোষণা দেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। তার দাবি, এতে দেশীয় শিল্প লাভবান হবে এবং জাতীয় সরবরাহ আরও নিরাপদ হবে।
আরও পড়ুন>>
ট্রাম্পের আর্থিক নীতিতে হতাশ ইলন মাস্ক ট্রাম্পের শুল্কনীতির কারণে পণ্যের দাম বাড়াবে যেসব কোম্পানি ট্রাম্পের করছাড়: বাজেট বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রশনিবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, আমরা যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণায় গভীর দুঃখ প্রকাশ করছি। এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে এবং উভয় মহাদেশের ভোক্তা ও ব্যবসার ওপর খরচ বাড়িয়ে দেবে।
Advertisement
কমিশন আরও জানায়, তারা ১৪ এপ্রিল ইইউ-যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ তৈরি করতে নিজেদের পাল্টা ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে এখন আবার পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে, ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাজ্যের ওপরও প্রভাব পড়তে পারে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্টিল ও অ্যালুমিনিয়াম নিয়ে যুক্তরাজ্যের যে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, তা এখনো স্বাক্ষর হয়নি।
ব্রিটিশ স্টিল প্রস্তুতকারীরা এই ঘোষণাকে শিল্পের জন্য ‘আরও একটি বড় আঘাত’ বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্প এর আগে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক ঘোষণা দিয়েছিলেন, পরে তা ১০ শতাংশে নামিয়ে আনা হয়। তখন তিনি বলেছিলেন, যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে ১ জুন থেকেই তা ৫০ শতাংশে উন্নীত করা হবে।
Advertisement
তবে সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ‘খুব ভালো’ ফোনালাপের পর তিনি সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।
সূত্র: বিবিসিকেএএ/