শিক্ষা

সেই নাদিরা ইয়াসমিনকে ফের বদলি, এবার পাঠানো হলো টাঙ্গাইলে

সেই নাদিরা ইয়াসমিনকে ফের বদলি, এবার পাঠানো হলো টাঙ্গাইলে

ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে আবারও বদলি করা হয়েছে। এবার তাকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

রোববার (১ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এতে সই করেছেন উপ-সচিব মাহবুব আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নাদিরা ইয়াসমিনকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায়, তাকে ওই দিন বিকেলেই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে এবং পিডিএস (পোস্টিং অ্যান্ড ডিউটি সিস্টেম) মাধ্যমে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

Advertisement

এর আগে, ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে তাকে বদলি করা হলো।

অভিযোগ উঠেছে, হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে তাকে ওএসডি করে। সংগঠনটির দাবি, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

তবে এ ঘটনায় ২৪ মে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পাশে দাঁড়ান। তারা নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এএএইচ/এএমএ/জেআইএম

Advertisement