মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্য আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিন স্থানীয় সময় সকাল ১০টায় পর্তুগালের গোঁদোমার শহরে ধর্মীয় বিধি অনুসারে শেষ বিদায় জানানো হবে দুই ফুটবলারকে।
Advertisement
ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিশ্চিত করেছে, শেষকৃত্য অনুষ্ঠিত হবে মাত্রিজ দে গোঁদোমার গির্জায়, যা পোর্তো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। তার আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হবে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন।
গতকাল বৃহস্পতিবার স্পেনের জামোরার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন জোতা ও আন্দ্রে সিলভা। এরপর দুই ভাইয়ের মরদেহ গোঁদোমারে পৌঁছে যায় মধ্যরাতের কিছু আগে। আন্দ্রে সিলভার জন্মস্থান হওয়ায় স্থানীয় জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানান।
স্পেনের আইন প্রয়োগকারী সংস্তা গার্দিয়া সিভিল (সিভিল গার্ড) শুক্রবার ইএসপিএনকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণই এই দুর্ঘটনা ঘটেছে।
Advertisement
স্প্যানিশ সরকারের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, গাড়িটি পুরোপুরি পুড়ে গিয়েছিল। দুই খেলোয়াড়ই তখন গাড়ির ভেতরে ছিলেন।
জোতার চিকিৎসক পর্তুগিজ ফিজিওথেরাপিস্ট মিগেল গনসালভেস জানান, ২০২৪-২০২৫ মৌসুম শেষে ডান ফুসফুসে ছোটখাটো অস্ত্রোপচারের পর জোতাকে বিমানে না উঠে সড়ক পথে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই সড়ক পথে বের হয়েছিলেন জোতা।
মিগেল গনসালভেস বলেন, ‘ওর (জোতা) ডান ফুসফুসের নিচের অংশ একটু ধসে গিয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর ফিজিওথেরাপির মাধ্যমে সে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। শেষবার দেখা করার সময় বলেছিল, ব্যথা আর নেই। সে লিভারপুলে ফিরে যাচ্ছিল।’
ফিজিওথেরাপিস্ট আরও বলেন, ‘আমাকে জানায় যে, যাত্রাটা প্রায় আট ঘণ্টার হবে। মাঝে বুরগোস অঞ্চলের কোনো একটি হোটেলে রাত কাটাবে। এরপর ওদের সান্তান্দেরে পৌঁছে ফেরি ধরার কথা। সেখান থেকে ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল। ওর পরিবার পরবর্তীতে বিমানে ইংল্যান্ডে পৌঁছাবে।’
Advertisement
২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা। ২৮ বছর বয়সী এই তারকা ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে ১২৮ ম্যাচে ৪৭ গোল করেন। এমএইচ/এএসএম