অর্থনীতি

এডিপি উন্নয়নে পিডি পুল

২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন প্রকল্প পরিচালক পুল বা পিডি পুল গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এই বাজেট অধিবেশন শুরু হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয়া হলেও ব্যয় করা যায় না। এজন্য অভিজ্ঞ ও দক্ষ প্রকল্প পরিচালকদের সমন্বয়ে গঠিত হবে পিডি পুল। তাদের আরও অভিজ্ঞতার জন্য বিদেশে প্রশিক্ষণের সুযোগ থাকবে। এই পিডি পুল দিয়েই আগামীতে এডিপির বড় বড় প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নসহ বৈদেশিক সহায়তা ব্যবহার করা হবে।তিনি বলেন, এক পিডি কোনোভাবেই একাধিত প্রকল্পে পিডি হতে পারে না। প্রকল্প অনুমোদনের সময়ই এই পিডি নির্ধারণ বাধ্যতামূলক করা হবে। পরবর্তীতে কোনো পরিবর্তন হবে না।২০১৬-১৭ অর্থবছরের এডিপির আকার হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা। নতুন এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে মুহিত জানান।

Advertisement

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য পড়তে ক্লিক করুন...

এমএ/একে/পিআর

Advertisement