দেশজুড়ে

সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ

সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ

সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ। এ ফ্লাইটে যাত্রী থাকছেন ৪১৮ জন।

Advertisement

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দর ছেড়ে যাবে।

প্রথম ফ্লাইট উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিকাল সাড়ে ৩টায় বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান।

এছাড়া সিলেট থেকে হজ যাত্রী, বিশিষ্ট ব্যক্তি, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Advertisement

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, হজ ফ্লাইটের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। হজ যাত্রীরা বিমানবন্দরে আসা শুরু করেছেন। নির্ধারিত সময়েই উদ্দেশ্যে হজ্জ ফ্লাইটটি ছেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবছর সিলেট থেকে ৫টি ফ্লাইটে হজে যাবেন ২৬৩৯ জন। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সিলেট থেকে যাওয়া হজ যাত্রীদের প্রথম ইমিগ্রেশন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। সৌদি আরবে দ্বিতীয় দফায় ইমিগ্রেশন হবে

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকায়ই যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আহমেদ জামিল/এএইচ/জিকেএস