জাতীয়

মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২

মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২

রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারী।

Advertisement

গ্রেফতাররা হলেন- মনির হোসেন ওরফে নিরব (৩০) ও মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১২ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুনআওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা 

তিনি জানান, গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement

গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে ছিনতাই করতেন। গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/কেএসআর