দেশজুড়ে

নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

নাফ নদীতে বড়শি নিয়ে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

Advertisement

তারা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. সলিমের ছেলে হেদায়েত উল্লাহ ও মো. হারিসের ছেলে মো. হোসেন।

সোমবার (১২ মে) দুপুরে দেড়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজার টেকনাফ সাবরাং নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে ইমাম হোসেন জানান, দুপুরের দিকে সাবরাং অংশের নাফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। সেখানে নদীর সীমানা বোঝা যায় না আসলে কোনটা কার। মাছ ধরার সময় আজ হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়েন। এতে শাহপরীর দ্বীপের দুই জেলের হাতে ও পায়ে গুলি লাগে। তাদের সঙ্গে আরও একজন জেলে ছিলেন। তবে তার গায়ে গুলি লাগেনি। তিনি কোনোরকম চলে আসতে পেরেছেন। পরে আহত দুই জেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস