রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট্যা বাজার এলাকায় একটি কারখানায় বিষপানে জিয়াসমিন (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুর সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
জিয়াসমিনের মা রংমালা খাতুন বলেন, আমার মেয়ে কামরাঙ্গীরচর এলাকায় একটি কারখানায় কাজ করতো। দুপুরে সেখানেই বিষপান করে অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মীরা আমাদের খবর দিলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কী কারণে জিয়াসমিন বিষপান করেছে এখনো কিছু জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম