শিক্ষা

‘উপযুক্ত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি চালুর অনুমোদন পাবে

‘উপযুক্ত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি চালুর অনুমোদন পাবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালু করা নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ধাপে ধাপে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে সংস্থাটি।

Advertisement

সোমবার (১২ মে) দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে এ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (সংশোধন-২০২৪)-এর বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয় সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সমাজের বিভিন্ন সমস্যা বিশ্ববিদ্যালয়কেও প্রভাবিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা করে সমস্যার সমাধান বের করতে হবে।

তিনি পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিক অবস্থা গুরুত্বসহকারে অনুধাবন করে তাদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনস্থায়ী ক্যাম্পাস নেই, ‘শাস্তির মুখে’ ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়মিথ্যা অভিযোগ তুলে শিক্ষার্থীদের ‘ভিলেন’ বানাচ্ছে ইউআইইউ প্রশাসন

ইউজিসি চেয়ারম্যান বলেন, ইউজিসি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রসারে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আলাদাভাবে দেখতে চায় না। ইউজিসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয়, বরং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে চায়।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

Advertisement

তিনি বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উচ্চশিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে একটি যথার্থ আইনি কাঠামোর মধ্যে থেকে এসব বিশ্ববিদ্যালয়কে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি, ইউজিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএএইচ/ইএ/জেআইএম