দীর্ঘ প্রায় চার দশকের সংসার কি ভাঙতে যাচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা! এ বছরের শুরু দিকে এমন জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। এ কারণে অকেবার খবরের শিরোনামে উঠে এসেছেনে গোবিন্দ। এবার সুনীতা পরিষ্কার জানালেন তারা পরস্পরকে ছাড়া বাঁচবেন না।
Advertisement
বলিউড অনুরাগীরা নব্বই দশকে মুগ্ধ ছিলেন গোবিন্দর নাচে। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়া, সঙ্গে ধীরে ধীরে ঘাড় দোলানো নৃত্য অনন্য মাত্রা যোগ করেছিল নায়কের অভিনয়ে। কারণ গোবিন্দ কমেডি ঘরানার নায়ক। তার বিপরীতে কখনো ঝড় তুলেছেন জুহি চাওলা, কখনো কারিশা কাপুর বা মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে। কিন্তু গত কয়েক বছরে গোবিন্দ রুপালি জগত থেকে দূরে রয়েছেন। কিন্তু নৃত্যের ভুবনে আজও তিনি সক্রিয়। গোবিন্দকে অনেক রিয়েলিটি অনুষ্ঠানে দেখা যায়। এছাড়া রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন।
২০২৪ সালের শেষ থেকেই আলোচনায় আসেন গোবিন্দ। শুরুতে তার নিজের রিভলবার থেকেই নাকি গুলি বের হয়ে হাঁটুতে লাগে। তারপর রাজনৈতিক প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই প্রকাশ্যে আসেন সুনীতা।
বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতা বুঝিয়ে দেন স্বামীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন না গোবিন্দ। এমনকি উঠে আসে এক তরুণী মরাঠি অভিনেত্রীর প্রসঙ্গ। তারই সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেতা। এমনও শোনা যাচ্ছে আইনি বিচ্ছেদও হয়ে গেছে। এ সময় সুনীতার আইনজীবী আসরে নেমে জানিয়ে দেন বিচ্ছেদের কোনো প্রশ্নই তৈরি হয়নি।
Advertisement
এবার সুনীতাও শোনালেন সেই একই কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনিতা বিচ্ছেদ ও গোবিন্দ প্রসঙ্গে নতুন তথ্য জানিয়ে বলেন, ‘যে দিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজে মুখে বিচ্ছেদে কথা বলব, সে দিন দেখা যাবে। তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে, অথবা আমিও ওকে ছাড়া এবং গোবিন্দ কখনোই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছেড়ে যাবে না।’
সুনীতা এখানেই ক্ষান্ত হননি। ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গুজব গুজব গুজব- আরে আগে তো জিজ্ঞাসা করুন এটা সত্যি কি না! আমি কখনোই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজে গণমাধ্যমের সামনে এসে তা জানাব। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন।’
আরও পড়ুন: আসলেই কি সংসার ভাঙছে গোবিন্দ-সুনীতার গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে এবার মুখ খুললেন আইনজীবীগোবিন্দ ১৯৮৬ সালে নিজের মামার শ্যালিকা সুনীতাকে বিয়ে করেন। তখনো তিনি বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেননি। দীর্ঘদিন তার বৈবাহিক সম্পর্কের কথা গোপন করেই অভিনয় করতেন। পরে সবকিছু জানাজানি হয়ে যায়।
এমএমএফ/এএসএম
Advertisement