বিনোদন

প্রয়াত মায়ের কাছে পূজার চিঠি

প্রয়াত মায়ের কাছে পূজার চিঠি

ঢালিউড তারকা পূজা চেরির মা ঝরনা রায় প্রয়াত হয়েছেন বছর ঘুরলো। গত ২৪ মার্চ ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। সেদিন মায়ের কাছে আবেগঘন একটি চিঠি লিখেছিলেন পূজা। আজ মা দিবসে আবার সেই চিঠি এলো সবার নজরে।

Advertisement

‘মা ও মা, কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর।

বুকে কী যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে।

আরও পড়ুন ছাত্রশিবিরের কমিটিতে নাম নিয়ে যা বললেন নায়িকা পূজা চেরি  আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস 

মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি...। যে মানুষটা তার মেয়েকে এক মিনিটের জন্য চোখে হারাত না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে!!!!

Advertisement

ওরে আমার মা, বলো না কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো। তোমাকে তো আমি দেখতে পারছি না, তুমি তো দেখতে পারছ। খালি মনে হয় ইশশ তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু, আর কেউ না দেখুক। কিন্তু বাস্তবতা তো আলাদা। যখনই বাস্তবতায় ফিরে আসি, কিছুতেই মানতে পারি না তুমি বহুদূরে, যেখানে গেলে কেউ আসতে পারে না।

জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা তারা কী জানে যে, মেয়েটা তার মায়ের মতোই। তুমিই তো সব শিখিয়েছ মামুনি।

একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। ও মা , মা গো তুমি কি আসলেই ভালো আছো মা?

আমি কিন্তু ভালো আছি মা। ইশশ ভুলেই গেছি, আমি মিথ্যা বললে তুমি ধরে ফেল। তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই।

Advertisement

এই মনকে কীভাবে বোঝাই—শুধু এই ৩৬৫ দিন না, যতদিন বেঁচে আছি, ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাব না, তোমার স্পর্শ পাব না। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই। প্রস্তুত থেকো।’

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে মায়ের অনূপ্রেরণা ও উৎসাহে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- নূর জাহান, পোড়ামন ২, দহন, প্রেম আমার ২, গলুই, লিপস্টিক, আগন্তুক ইত্যাদি।

সবশেষ পূজাকে দেখা গিয়েছে ‘ব্ল‍্যাক মানি’ ওয়েব সিরিজে। তার অভিনীত ‘টগর’ নামে ছবি ঈদুল আযহারে মুক্তি অপেক্ষায় আছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছে আদর আজাদ। নির্মাণ করেছেন আলোক হাসান।

এমআই/আরএমডি/জিকেএস